ই-পেপার

বরিশালে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 15, 2021

এবার বরিশালেও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সাইবার ট্রাইব‌্যুনালে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সংশ্লিষ্ট ফেইসবুক পেজের এডমিন মোছাদ্দের আলী জায়গীরদারকেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য আগামী বছর ৩ জানুয়ারি তারিখ ধার্য করেছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট শেখ আঃ কাদের।

মামলার সূত্রে জানা গেছে, সম্প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে কটূক্তি এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন