ই-পেপার

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপন হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির যুগপূর্তি উৎসব

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 2, 2021

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে পার্বত্য শান্তিু চুক্তির দুই যুগপূতি উৎসব। বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল সিটি কর্পোরেশন এবং আওয়ামী লীগের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ২ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ সিনিটে সদর রোড শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক কৃষিমন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন। তাছাড়া রাত ১২টা ১ মিনিটে আতশবাজি ফুটিয়ে শান্তি চুক্তির দুইযুগ উদযাপন করা হয়।

এদিকে, বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের পক্ষ্য থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অপরদিকে, পার্বত্য শান্তিচুক্তির দুই যুব পূর্তি উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ্য থেকে অসহায় এবং দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আর্থিক সহায়তা তুলে দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।

এছাড়াও দুই যুগপূর্তিকে স্মরণিয় করে রাখতে র‌্যালি এবং সমাবেশ করবে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিকালে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন গোলাপ।

এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথি হিসিবে অংশগ্রহণ করবেন।

সমাবেশ শেষে চট্টগ্রাম পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। সমাবেশস্থল থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। যুগপূর্তি এই উৎসব বরিশালের স্মরণকালের সর্বোবৃহৎ উৎসবে পরিণত হবে বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ণ হয়। তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সরকারের পক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। যিনি বর্তমানে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ণ ও পরিবিক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহ্বায়ক।

আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য। তিনি বরিশালের বাসিন্দা হওয়ায় প্রতি বছর পার্বত্য শান্তি চুক্তি দিবস ব্যতিক্রম এবং জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। তারই অংশ হিসেবে এবারও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন