নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 30, 2021
বরিশালে শুরু হয়েছে চারদিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা এবং ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকালে বরিশাল সরকারি জিলা স্কুল মাঠে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বই মেলার উদ্বোধন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ণ কমিটির উদ্যেগে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (পদোন্নতীপ্রাপ্ত সচিব) মোঃ সাইফুল হাসান বাদল।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস.এম আখতারুজ্জামান, বরিশাল সরকারি বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল জেলা পরিষদ নিবাহী কর্মকর্তা মোঃ আহসান হাবীব, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। এর পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বেলুন-ফ্যাষ্টুন উড়িয়ে চারদিন ব্যাপি বই মেলার শুভ উদ্বোধন করেন।
জানা গেছে, মেলায় ৫০টি স্টল রয়েছে। যেখানে দেশের বিভিন্ন স্থান হতে পুস্তক ব্যবসায়ীরা বই দর্শকদের উদ্দেশ্যে প্রদর্শন করেছেন। মেলার প্রথম দিনে সব স্টলে বই এসে না পৌঁছালেও দর্শকদের কোন ঘাটতি ছিল না। মেলায় বিভিন্ন শিক্ষার্থী ছাড়া বিভিন্ন শ্রেনির বই প্রেমিকদের ভিড়ের পাশাপাশি শিশুরা বই মেলায় অংশ নেন। এছাড়া উদ্বোধনী রাতে দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।