ই-পেপার

বরিশালে ডিবি পুলিশের ওপর হামলা, গ্রেফতার বেড়ে ১৭

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 6, 2022

বরিশাল নগরীতে মাদক বিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতাকৃতর সংখ্যা বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় নারীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন।

তিনি জানান, ‘রূপাতলী মান্নান খান সড়কে ইয়াবা বেচাকেনা চলছে এমন খবরে বুধবার রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। সাব ইন্সপেক্টর খায়রুল আলমের নেতৃত্বাধিন আভিযানিক দল ৪৩ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করে। তখন তাদের ছিনিয়ে নিতে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা করে মাদক কারবারি এবং তাদের সহযোগিরা।

এতে কনস্টেবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হন। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী নারীসহ ১৭ জনকে গ্রেফতার করে।

নগর গোয়েন্দা শাখার এই কর্মকর্তা আরও জানান, ‘হামলার ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। একটি মাদক এবং অপরটি পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে

মামলায় নামধারী ২০ এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।এর মধ্যে একটি ৮ জন এবং অপর মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে থানা এবং ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন