ই-পেপার

বরিশালে ছাত্র ও যুবদলের বিক্ষোভ সমাবেশ, মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 28, 2022

বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে যুবদল ও ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট  আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে যুবদলের বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে একই স্থানে ছাত্রদলের মহানগর সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে সদররোডে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় অশ্বিনী কুমার হলের সামনে পুলিশের বাধারমুখে পড়েন তারা। তখন পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায় ছাত্রদল দলীয় কার্যালয়ের সামনে ফিরে গিয়ে বিক্ষোভ শেষ করেন।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয় ছাত্রদলের জেলা এবং মহানগরের নেতাকর্মীরা। পরে প্রেসক্লাবের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সদর রোড হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

  • ফেইসবুক শেয়ার করুন