ই-পেপার

বরিশালে কেন্দ্র কেন্দ্র পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 10, 2021

দ্বিতীয়ধাপের ইউপি নির্বাচনে আজ বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলায় ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। এ উপলক্ষে বুধবার দুপুরে স্ব-স্ব উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম প্রদান করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

বরিশাল সদর উপজেলা পরিষদের হল রুম থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা সদর উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচনী সরঞ্জমাদী সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দিয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন করা হবে।

সূত্রমতে, জেলার তিনটি উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দুটি উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন এবং সাধারণ সদস্য পদে ৪১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৯২২ জন।

অপরদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য বুধবার সকাল থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটেরপরেও একদিন তারা মাঠে থাকবেন।

  • ফেইসবুক শেয়ার করুন