ই-পেপার

বরিশালে ইসলামী ব্যাংক হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 5, 2022

রোগ নির্নয়ের জন্য বিভিন্ন পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বরিশালে ইসলামি ব্যাংক হাসপাতালকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে নগরীর চাঁদমারি এলাকায় ইসলামি ব্যাংক হাসপাতালে এই অভিযান পরিচালিত হয়।

এসময় রোগ নির্নয়ের বিভিন্ন পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ইসলামী ব্যাংক হাসপাতালকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানায় বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক অপূর্ব অধিকারী।

এসময় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানি মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম। এসময় জনগণের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সরকারি কর্মকর্তারা।

  • ফেইসবুক শেয়ার করুন