ই-পেপার

বরিশালের দুই উপজেলায় পত্রিকা লুট

বিএসএল নিউজ ডেস্ক | আপডেট: January 16, 2022

নারী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় শনিবার ভোরে জেলার দুই উপজেলার সব জাতীয় দৈনিক পত্রিকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আদালতে ছবি তুলতে গেলে ফটো সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা যাওয়ার পথে বাকেরগঞ্জ উপজেলা সদর থেকে কালাম মোল্লাকে গ্রেপ্তার করে বরিশাল বিমানবন্দর থানা পুলিশ। শনিবার বিকেলে তাকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক পলি আফরোজ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালাম মোল্লাকে গ্রেপ্তারের সংবাদ প্রকাশ হওয়ায় শনিবার জাতীয় সব সংবাদপত্র লুটের অভিযোগ করেছেন বানারীপাড়ার পত্রিকা এজেন্ট আব্দুল জব্বার ও স্বরূপকাঠীর নজরুল ইসলাম। তারা জানান, শনিবার বানারীপাড়া ও স্বরূপকাঠী উপজেলায় কোনো জাতীয় দৈনিক পৌঁছায়নি। পাঠকরা কোনো জাতীয় পত্রিকা পড়তে পারেননি।

ওই দুই এজেন্টের পক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকা থেকে পত্রিকা নেন আউয়াল হোসেন। তিনি অভিযোগ করেন, শনিবার ভোরে কাউন্সিলর কালামের ছোট ভাই কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লার অনুসারীরা পত্রিকার গাড়ি থেকে বান্ডেল নামানোর পরপরই তা জোর করে নিয়ে যান। অনেক চেষ্টা করেও পত্রিকা আর ফেরত পাওয়া যায়নি।

মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে লিটন মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে শনিবার আদালতে তোলার সময় ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের দেখে নেওয়ার হুমকি দেন কাউন্সিলর কালাম। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সারাজীবন আমি জেলে থাকমু না, বাইর অইয়া দেখমু আপনাগো বিষয়টা, যা করতেছেন হেইয়া ভালো করতেছেন না।’

আজাদের বিরুদ্ধে হওয়া ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সাইদুল হক জানান, বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ এনে শুক্রবার বিকেলে কাউন্সিলর কালামের বিরুদ্ধে মামলা করেন এক নারী। ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কালাম তাকে ধর্ষণ করছেন। সবশেষ বৃহস্পতিবারও তিনি ধর্ষণের শিকার হন।

গ্রেপ্তার কালাম বরিশাল জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং জেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের সভাপতি। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন