নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 28, 2021
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে বরিশাল জেলার দুই উপজেলায় ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে একজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার (২৮ নভেম্বর) দুপুর পর্যন্ত তাদেরকে মুলাদী ও বাবুগঞ্জ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহাজাহান ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফরহাদ সরদার।
দুই কর্মকর্তা জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত ৩ জন ও বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত ৭ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আলামিন (২৬) নামে একজন মুলাদী উপজেলার গাছুয়া এলাকার আলতাফ সরদারের ছেলেকে ৭দিনের দণ্ড দেওয়া হয়।
আর আটক বাকি ৯ জনের বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের ওই দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল জেলার তিনটি উপজেলার ৫টি ইউনিয়নে রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্বাচনকে ঘিরে সকাল থেকে বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাছাড়া নিরপেক্ষ ভোটে ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশী দেখা যায়।