নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 2, 2021
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে ২০ নভেম্বর কেন্দ্র ঘোষিত গণঅনশন চলাকালে পুলিশ জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতিসহ ৬ জনকে আটক করে পুলিশ।
এরপর আটক করা হয় আরও ৪ জনকে। বৃহস্পতিবার জামিন শুনানি শেষে বরগুনার মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম জামিন আবেদন মঞ্জুর করেন।
পুলিশের সহকারী উপ পরিদর্শক রেজউল করিমের দায়ের করা পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুজ্জামান ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান সোহাগ ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম রুবেল, জহিরুল ইসলাম সিহাব, মিজানুর রহমান।
আসামী পক্ষের আইনজীবী আব্দুল ওয়াসি মতিন ও আহসান হাবিব স্বপন জানান আদালত সন্তষ্ট হয়ে সকলের জামিন দিয়েছেন। আশা করি আজকেই তারা মুক্ত হবেন।