নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 20, 2021
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে বরগুনায় কেন্দ্র ঘোষিত গণঅনশন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।
এসময় জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে তাদের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন।
তিনি আরও জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার শান্তিপূর্ণভাবে গণঅনশন কর্মসূচি পালন করছিলেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বেলা সাড়ে এগারটার দিকে হঠাৎ গণঅনশনে লাঠিচার্জ করে পুলিশ।
সংঘর্ষের সময় বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুজ্জামান ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান সোহাগসহ ৬ জনকে আটক করা হয়।
বরগুনা থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন, অনশনকারীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। তিনি দাবী করেছেন, বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। তিনি ৬ জনকে আটক করার কথা স্বীকার করেছেন।