নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 28, 2021
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ঞবধস ইঁরষফরহম ধহফ ঝঁৎাবু চৎড়পবংং শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
বরিশাল বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় রিসোর্চ পার্সন ছিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ শাহজাহান। সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।
দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালায় বরিশাল বিশ^বিদ্যালয়ের ৬টি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির ১৮ জন সদস্য প্রশিক্ষন গ্রহণ করেন।