ই-পেপার

বঙ্গোপসাগরে ২১ জেলেসহ ট্রলার ডুবি, নিখোঁজ ১৩

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 6, 2021

ট্রলিং জাহাজের ধাক্কায় ভোলার ২১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৩ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাসন উপজেলার বিভিন্ন এলাকায়।

ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া জেলে হানিফ তার নিজ ইউনিয়ন চরফ্যাসনের আব্দুল্লাপুরের চেয়ারম্যান ইলিয়াস মাস্টারকে মোবাইল ফোনে জানান, বৃহস্পতিবার ২১ জেলে নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

রবিবার রাত ১০টার দিকে ভোলার ঢালচর থেকে অন্তত ৩০ কিলোমিটার দক্ষিণের বঙ্গোপসাগরে চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলিং জাহাজ তাদের ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।

পরবর্তীতে বরগুনার পাথরঘাটা একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া জেলেদের ৮ জনকে জীবিত উদ্ধার করে। বাকি ১৩ জেলের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। নিখোঁজ জেলেদের সন্ধানে, কাজ শুরু করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

  • ফেইসবুক শেয়ার করুন