ই-পেপার

বঙ্গোপসাগরে জেলে বহরে হামলায় ১৪ জেলে আহত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 18, 2021

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলে বহরে হামলা করে স্বশস্ত্র জলদস্যু বাহিনী। এসময় ওই ট্রলারে থাকা ১৪ জেলেকে পিটিয়ে গুরুতর জখম করে এবং ট্রলারে থাকা ৫ লাখ টাকার মাছ ও রসদ সামগ্রী নিয়ে যায়। বুধবার রাত ৮ টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপোলক্সে এসে এ তথ্য নিশ্চিত করেন এফবি রুদ্র ট্রলারের মালিক ও মাঝি বাদল মোল্লা।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে মান্দারবাড়িয়া এলাকায় এফবি রুদ্র্রসহ ৫টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে ডাকাতদল। পরে ওইদিন রাত ৯টার দিকে বঙ্গোপসাগরের একই এলাকায় এফবি বাবুল ট্রলারে হামলা চালিয়ে সবকিছু লুটে নিয়ে মো. মুসা নামে এক জেলেকে গুলি করে হত্যা করে জলদস্যু বাহিনী।

ফিরে আসা জেলেদের মধ্যে, মো. ছগির হোসেন হাওলাদার (৪৮), মো. বাদল মোল্ল¬া মো. রুহুল আমিন (৩৮),  (৪০), ইউসুফ (২৩), মীর বেল্লাল (৩০),মো. হাসান (২৫), মো. ইউসুফ ফকির (৩০), মো. ফরিদ হোসেন, (২৭) আ. মালেক (৪৮) নাম জানা গেছে।

ট্রলার মালিক ও মাঝি মো. বাদল  মোল্লা জানান, সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়িয়া এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ৮ জনের এশটি স্বশস্ত্র জলদস্যু বাহিনী ট্রলারে ওঠে সকলকে বেধে ট্রলারে থাকা মাছ, তেল, ব্যাটারীসহ প্রায় ৫ লাখ টাকার রসদ সামগ্রী লুটে নেয়। এ সময় ওই ট্রলারে থাকা ১৪ জেলেকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এর মধ্যে রুহুল আমিনের অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, জলদস্যুদের মধ্যে ৩ জনের হাতে পিস্তল ও একজনের হাতে বন্দুক দেখা যায়। পরে তাদের ট্রলারের জাল কেটে দিয়ে পার্শবর্তী অন্য ট্রলারে ডাকাতি করতে যায়। এ সুযোগে তাদের ট্রলারের জাল কেটে পদ্মা এলাকার খলিল মাঝির একটি ট্রলার থেকে তেল এনে দ্রুত চালিয়ে পাথরঘাটা উদ্দেশ্যে আসে। গত দুদিন ধরে অন্তত ৫টি ট্রলার ডাকাতি করে জেলেদের অপহরণ করে জলদস্যুদের দল ভারী করে বলেও জানান ফিরে আসা জেলেরা।

পাথরঘাটা উপজেলা সাস্থকমপ্লে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাফিউল হাসান বলেন, ১৪ জনের শরীরে আঘাত রয়েছে। এর মধ্যে রুহুল আমিনের বাম হাত ভেঙ্গে গেছে। সকলকেই চিকিৎসা দিয়ে ভর্তি নেয়া হয়েছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, এমন খবর এখন পর্যন্ত আমরা শুনিনি। খোঁজ খবর নিচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন