মোহাম্মদ মিজানুর রহমান,হিজলা প্রতিনিধি। | আপডেট: March 23, 2023
হিজলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাশেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ তিনি তার বক্তব্যে বলেন, আমার বাবা মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিল আমিও হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে আছি থাকবো।
তিনি আরো বলেন বিএনপি’র ষড়যন্ত্রকে ঠেকাতে হলে আওয়ামী লীগের ঐক্যের বিকল্প নেই।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুনসুর আহমেদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আফজালুল করিম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সৈয়দ মুনির, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক সাহাব আহমেদ আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার সহ হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মী সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার।