ই-পেপার

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 17, 2021

প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে বরিশালে মহিলা সমাবেশ করেছে জেলা তথ্য অফিস। বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।
বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার।

সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার লেলিন বালা। তাছাড়া সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত আশ্রছু প্রকল্পের মাহফুজা নামের এক উপকারভোগীর সাথে কথা বলেন। তিনি মিহলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে দারিদ্রতার অবশান ঘটিয়েছেন।

এদিকে, ‘প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘এখন নারীর পদচারণা সর্বত্র। প্রশাসন এবং রাজনীতি সকল ক্ষেত্রে নারীর দক্ষতার সাথে নিজেদের অবস্থান করে নিয়েছে। নারীরা এখন পণ্য নয়। বিজয়লক্ষী নারী বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। তাদের মেধা ও যোগ্যতা দিয়ে সমাজে সম্মানিত পদ অলংকৃত করেছে। নারীর এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে নারীদের সমাজে গ্রহণযোগ্যতা আরো বাড়বে বলে আশবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, ১০ প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের বিষয়ে প্রামাণ্য চিত্রে জানানো হয়, এ পর্যন্ত প্রায় ৯ লাখ পরিবারকে আশ্রয়ন পকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। বিভিন্ন ইউনিয়নে ছয় হাজার ৬৮৬টি ডিজিটাল সেবাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ডিজিটাল সেবাদান কেন্দ্র থেকে ২৭২ ধরনের ডিজিটাল সেবা প্রদান করা হয়। দেশের ৯৯ দশমিক ৭৫ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যভহার করছে। বিগত এক বছরে এক কোটি নতুন সংযোগ দেয়া হয়েছে। সৌর বিদ্যুতের আওতায় আসছে ২ কোটি মানুষ। দেশের সাড়ে ১৩ লাখ কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন ৫ লক্ষ মানুষ স্বাস্থ্য সেবা নিচ্ছে। ৩১ প্রকার ওষুধ বিনা মূল্যে প্রদান করা হয় কমিউনিটি ক্লিনিকে। প্রান্তিক মানুষের স্বস্থ্যসেবা আরও বেগবান করার জন্য কমিউনিটি ক্লিনিককে চার রুমে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানা হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১১৯ ধরণের নিরাপত্তা ভাতা প্রদান করে আসছে সরকার। প্রধানমন্ত্রীর এ ১০টি উদ্যোগ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক হবে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন