ই-পেপার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 24, 2023

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা।

বুধবার (২৩ মে) দুপুর ১১ টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশার নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি।স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপিকে বীর মুক্তিযোদ্ধারা আর কোন ছাড় দিবে না। রাজপথে এদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। বিএনপির এই কুলাঙ্গারকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানান তারা।

  • ফেইসবুক শেয়ার করুন