ই-পেপার

প্রতারক মিঠু আহমেদ বিএসএল নিউজ থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 9, 2021

দুর্নীতি, প্রতারণা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বিএসএল নিউজ’ এর ব্যবস্থাপনা সম্পাদক এর পদ থেকে মো. মিঠু আহমেদ কে বহিস্কার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে নিউজ পোর্টালের সম্পাদক ফোরের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিস্কার করা হয়। এখন থেকে মিঠু আহমেদ এর সাথে বিএসএল নিউজ এর কোন সম্পর্ক নেই।

তিনি কোথাও বিএসএল নিউজ এর সাথে সংশ্লিষ্টতার পরিচয় দিলে বা পরিচয়পত্র প্রদর্শন করলে সেটা অবৈধ এবং অপরাধ বলে গণ্য হবে বিধায় তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানানো হলো। এ বিষয়ে সম্মানিত পাঠকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হলো।

মিঠু আহমেদ এর সাথে বিএসএল নিউজ সম্পর্কিত বিষয়ে কোন যোগাযোগ বা লেন দেন করে প্রতারিত হলে সে জন্য বিএসএল নিউজ কর্তৃপক্ষ দায়ি থাকবে না।

বিঃদ্রঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার মিঠু আহমেদ চট্টগ্রামের একটি প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। যার তথ্য প্রমাণ বিএসএল নিউজ এর হাতে এসেছে। তার বিরুদ্ধে ওয়ারেন্টের আদেশ মুলাদী থানায় পাঠানো হয়েছে কোর্ট থেকে। তিনি মুলাদী থানার দুই কর্মকর্তাকে ঘুষ দিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ান।

প্রতারক মিঠু নিজেকে বাঁচাতে পরিচয় গোপন করে কৌসলগতভাবে বিএসএল নিউজ এর পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন। তার প্রতারনার বিষয়টি প্রকাশ পাওয়ার পর পরই তাকে বিএসএল নিউজ থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। তার প্রতারণা ‍এবং দুর্নীতির তথ্য-প্রমাণ বিএসএল নিউজ-এ সংবাদ ‍আকারে প্রকাশ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন