ই-পেপার

প্রচারনায় সরগরম কলাপাড়ার নির্বাচনী মাঠ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া | আপডেট: May 30, 2022

পটুয়াখালীর কলাপাড়ার ২টি ইউনিয়নে প্রতিক বরাদ্ধ পেয়েই উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনীয় মাঠ। আওয়ামীলীগ ও ইসলামী এক্যজোট মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক আগে থেকে বরাদ্ধ থাকায় প্রচারে তারা ছিলেন এগিয়ে। পোষ্টার, লিফলেট, হ্যান্ড বিল আগেই ছাপিয়ে রেখেছিলেন তারা এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান ও সাধারন সদস্য , সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা। শুক্রবার জুমা নামাজের পর প্রতিক বরাদ্ধের পর তাদের অনুসারীদের ছাপাখানায় ছোটাছুটি করতে দেখা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, কলাপাড়া ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন জন, সদস্য পদে ৫২জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিন্ধন্ধিতা করছেন ৩৫ জন। শুক্রবার তাদের সবাইকে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে।

স্থানীয় ভোটাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিক বরাদ্দেরর পর থেকে আওয়ামীলীগ, বিএনপি স্বতন্ত্র, আওয়ামীলীগ বিদ্রোহী, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই প্রার্থীরা প্রচারে নেমে পড়েন। আগে থেকেই তৈরি করা লিফলেট ও হ্যান্ডবিল এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা ঘুরে বেড়ান পাড়াÑমহল্লায়। দেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। কিন্তু এ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা পিছিয়ে ছিলেন। শুক্রবার তাদের পরিচিতজনরা ছাপাখানায় দৌড়ে বেড়িয়েছেন।

কলাপাড়া উপজেলা ধুলাসার চাপলী বাজার চায়ের দোকানে বিকালে কথা হয় জাকির এর সাথে তিনি বলেন, প্রতিক না থাকায় এত দিন নির্বাচনীয় প্রচার সাদামাটা মনে হয়েছিল। রাস্তায় রাস্তায় পোষ্টার ও মাইকে প্রচারনায় আজ থেকে বোঝা যাচ্ছে নির্বাচনীয় আমেজ।

ধুলাসার ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোদাচ্ছের হালাদার, বিদ্রোহী প্রার্থী হলেন- শাহরিয়ার সবুজ (আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র), মো.মাহবুবুর রহমান(আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র), ডা. ইয়াকুব খান(আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র), উম্মে হাফসা রিপা (আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র), মেহেদী হাসান পিন্স (বিএনপি স্বতন্ত্রর্), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ ক্বারী মোহা. আবদুর রহিম প্রার্থী হয়েছেন। ধুলাসার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩৬ ভোট।

অপর ইউনিয়ন লতাচাপলী ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.আনসার উদ্দিন মোল্লা, মো, সফিকুল আলম (স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মো. মোসলেম মুসুল্লী মুছার প্রচারনা এলাকায় মুখরিত। লতাচাপলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার সাত শত আট ভোট।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, দুই ইউনিয়নের সব প্রার্থী নিয়ে আমরা শুক্রবার সকাল ১০টার সময় বসেছে সুষ্ট ও শান্তি পুর্ন নির্বাচন হবে বলে তিনি সব প্রার্থীদের আশস্ত করেছেন এবং ইভিএম মাধ্যমে ভোট কি ভাবে তা নিয়ে আলোচনা করা হয়। ১৫ জুন ইভিএম মেশিনে ভোট অনুষ্ঠিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন