ই-পেপার

প্রকাশ্যে সাংবাদিককে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 30, 2022

বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অপুর্ব অপুকে প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে অজ্ঞাতনামা ৫-৭ জন আসামির কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম।

তিনি জানান, তারা বিষয়টি গুরুত্বের সহিত দেখছেন, সেইসাথে সিসিটিভির ফুটেজ বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, সাংবাদিক অপুর্ব অপু বলেন, বাসা থেকে অফিসে যাওয়ার সময় মুমীতু কমিউনিটি সেন্টার অতিক্রমকালে কতিপয় অজ্ঞাত ব্যক্তি আমার পথরোধ করে নিউজ না করার কথা বলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

এসময় আমি তাদের কাছে কোন নিউজ প্রকাশ হয়েছে তা জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হয়। এসময় তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর শুরু করে এবং সাংবাদিকতা করতে দিবে না বলে হুমকি দেয়।তখন তাদের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালানোর চেষ্টা করলে আমাকে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে ওঠানোর চেষ্টা চালানো হয়। এসময় ডাক-চিৎকার দিয়ে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ জানান, খবর পেয়ে সহকর্মীরাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মুমীতু কমিউনিটি সেন্টারের সিসিটিভি ফুটেজে অপুকে মারধর ও অপহরনের চেষ্টার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

সেইসাথে দুর্বৃত্তরা আগে থেকেই সাদ রংয়ের প্রাইভেটকারটি নিয়ে মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে আসে এবং বারবার কমিউনিটি সেন্টারের ভেতরে ও বাহিরে আসা যাওয়া করছিলো তাও দেখা যায়। তবে তদন্তের স্বার্থে এ মুহুর্তে তাদের পরিচয় প্রকাশ না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, মুমীত কমিউনিটি সেন্টারের প্রোপাইটার শাহিন হোসেন মল্লিক মামুনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তার দেয়া তথ্যে ঘটনার সময় সেখানে থাকা কয়েকজন ব্যক্তির পরিচয় জানাগেছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। যদিও নাম প্রকাশ না করার সর্তে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ঘটনার সাথে সাবেক ছাত্রদল নেতা জেহাদ, মামুন, আলমসহ আরেকজন ছিলো।

অপরদিকে সাংবাদিক অপুর্ব অপুর সাথে ঘটা ওই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ), সাংবাদিক ইউনিয়ন বরিশাল, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিইমজা), বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিসিএ), বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) সহ সাংবাদিক সংগঠনগুলো।

  • ফেইসবুক শেয়ার করুন