ই-পেপার

পুলিশের সকল সদস্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ- প্রলয় চিসিম

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 4, 2021

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম বলেছেন, ‘জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সকল পদ-পদবির পুলিশ সদস্যরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দক্ষতা উন্নয়ন এবং পেশাদারিত্ব বজায় রেখে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।

শনিবার সকাল ১০টায় নগরীর পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের নায়েক ও কনস্টেবলদের সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের চতুর্থ ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

একই সময় তিনি বাধ্যতামূলক এই কোর্সের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রেখে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন, পিএমপি এবং ফোর্স) মো. রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (ট্রেনিং এন্ড ওয়েলফেয়ার) জাহিদ বিন আলম প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন