নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 2, 2021
পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে বরিশালে আয়োজিত র্যালি এবং আলোচনা সভাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় নগরী। অনুষ্ঠানকে ঘিরে দুপুরের পর থেকেই নগরীতে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকদের ডল নামতে শুরু করে। মহানগরী সহ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে সদর রোড এলাকায়।
এর ফলে নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, কাটপট্টি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। ফলে শহরের পার্শ্ববর্তী সড়ক গুলোতে যানবাহনের তীব্র জট বেধে যায়। যা স্বাভাবিক হয় সন্ধ্যা ৬টার পরে। এতে সীহাহিন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।
সরেজমিনে দেখা যায়, পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভায় যোগদিনে বিভিন্ন অঞ্চল থেকে বাস, ট্রাক এবং মাইক্রোবাস এবং নদীপথে লঞ্চ ও ট্রলারসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থকরা নগরীতে আসতে শুরু করেন।
তারা নগরীর বিভিন্ন স্থান হতে খন্ডখন্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হয়। এসময় তাদের গায়েছিল বিভিন্ন রংয়ের টি-শার্ট এবং পাঞ্জাবি। মাথায় বাধা ছিল দলীয় প্রতীক সম্বলিত ফিতা। হাতে ভুভুজেলা বাঁশি এবং ব্যান্ড পার্টির বদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা নগরী।
এদিকে, র্যালি এবং আলোচনা অনুষ্ঠানকে ঘিরে শহরের জিলা স্কুল মোড়, জেলখানার মোড় এবং লঞ্চঘাট থেকে পোর্ট রোড পর্যন্ত জনসমাগমের কারণে যানবাহন চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। বিশেষ করে সদর রোড এলাকায় যানবাহন চলাচল একেবাইরেই বন্ধ হয়ে যায়।
এর আগে দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার ২ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময় আতশবাজি ফুটিয়ে পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উৎসব কর্মসূচির সুচনা করেন তারা। এরপর বৃহস্পতিবার সকালে মহানগর আওয়ামী লীগের পক্ষ্যে সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের পক্ষ্যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ্য থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।