নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 2, 2022
বরিশালের মুলাদীতে পাত্রি দেখে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক প্রবাসীসহ তিন আরোহী নিহত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরচর ঈদগাহ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিয়ের বর কাজিরচর বড়ইয়া নলীকান্দি গ্রামের মৃত: মোনাসেফ নলীর পুত্র ওমান প্রবাসী রাজীব নলী (২৫), তার চাচা মো. হারুন নলী (৪৫) এবং মৃত খালেক হাওলাদারের পুত্র ইদ্রিস হাওলাদার (৫৫)। দুর্ঘটনা নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান স্বজনদের বরাত দিয়ে বলেন, ‘তিনজন প্রবাস ফেরত রাজিবের জন্য বিয়ের পাত্রি দেখতে গিয়েছিলেন। সেখান থেকে তারা মোটরসাইকেল যোগে মীরগঞ্জ খেয়াঘাট থেকে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে কাজিরহাট ঈদগাহ ময়দান সংলগ্ন সড়কে বেপরোয়া গতিতে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি বলেন, ‘দুর্ঘটনা নিয়ে নিহতের স্বজনরা কোন প্রকার অভিযোগ করতে রাজি হননি। তাই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।