নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 26, 2021
পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি ও কৃষি প্রাধান্য বিষয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কৃষি ও কৃষি প্রাধান্য বিষয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে শনিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হচ্ছে।
ইতিমধ্যেই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি স¤পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষার দিন ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ, র্যাব মোতায়েন থাকবে। দুমকি-লেবুখালী সড়কের যানচলাচল নিরবিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে।
এছাড়াও আগত পরীক্ষার্থীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউট সারবক্ষনিক কাজ করছে বলে জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যানসেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর সভাপতিত্বে শিক্ষক-কর্মকর্তাদের এক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পবিপ্রবি কেন্দ্রে ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।