ই-পেপার

পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 21, 2023

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উেজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর বার্ষিক সাধারণ সভা ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে আয়োজিত সাধারন সভায় কাজী শামসুর রহমান ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজোনের এ এসপি আবুল কালাম আজাদ,যমুনা টিভির জেলা প্রতিনিধি জাকারিয় হৃদয়, সময় টিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাদল, এখন টিভির জেলা প্রতিনিধি কবির হোসেনসহ সভায় জেলা, উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এন টিভির ষ্টাফ রিপোর্টার কাজল বরণ দাসকে সভাপতি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি পরিষদ গঠন করা হয়। সোমবার সকালে একই স্থানে সাংবাদিতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন