ই-পেপার

নৃত্যশিল্পে ইভান শাহরিয়ার সোহাগ’র শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 20, 2021

২০২০ সালের ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রর জন্য পুরুষ নৃত্যশিল্পী হিসেবে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নৃত্যশিল্পী বরিশালের কৃতি সন্তান ইভান শাহরিয়ার সোহাগ।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশ (ট্রাব) এর ২৭ তম শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার প্রধান অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এক আনন্দঘন পরিবেশে ঢাকা ক্লাবে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ পুরুষ নৃত্যশিল্পী হিসেবে ইভান শাহরিয়ার সোহাগের হাতে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটি তুলে দেন।

এসময় সোহাগ ছাড়াও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, জনপ্রিয় তারকাদের মধ্যে নায়িকা পরীমণি, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পরিচালক চয়নিকা চৌধুরী, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, জবর জনপ্রিয় অভিনেতা জোভান, গায়িকা আঁখি আলমগীর এবং জনপ্রিয় সংগীত শিল্পী জুটি ইমরান এবং কনা পুরস্কার লাভ করেন।

জানা গেছে, ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যাওয়ার্ডপ্রাপ্ত ইভান শাহরিয়ার সোহাগ বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। শিশুকাল থেকেই তিনি নৃত্যকে মনেপ্রাণে জড়িয়ে নেন। মাত্র চার বছর বয়সে কাউনিয়ার শিশু সংগঠন ‘সুকতারা খেলাঘর আসরে’ নৃত্য শিল্পে হাতিখড়ি নেন।

এরপর ১৯৯১-৯২ সালে যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করেন তখন থেকে ঢাকায় আসা যাওয়া শুরু হয় ইভান শাহরিয়ার সোহাগের। ঢাকা শিশু একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি, সুরঙ্গমা একাডেমি থেকে নৃত্য শিক্ষা গ্রহণ করেন তিনি।

এরপর ১৯৯৯ সালে বিটিভি’র তালিকাভুক্ত নৃত্যশিল্পী হন ইভান শাহরিয়ার। পরবর্তীতে ২০০৫ সালে বিটিভি’র তালিকাভুক্ত নৃত্য পরিচালক হন তিনি। ২০১৭ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন নৃত্যশিল্পী সোহাগ।

এছাড়াও ইভান শাহরিয়ার সোহাগ এর পরিচালনায় দুই শতাধিক জাতীয় অ্যাওয়ার্ড অর্জিত করেছে বিভিন্ন নৃত্য দল। যার মধ্যে শুধুমাত্র বরিশালে অর্জিত অ্যাওয়ার্ডের সংখ্যা দেড় শতাধিক। এই অর্জন শুধু তার একার নয়, বরং গোটা বরিশালের বলে মনে করেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

আলাপকালে ইভান শাহরিয়ার সোহাগ দৈনিক মতবাদকে বলেন, ‘আমার অনুপ্রেরণা আমার ছোট খালা নিগার সুলতানা হনুফা। তার হাত ধরেই আমি এই জগতে এসেছি। তার অনুপ্রেরণাতেই আজ আমি সফলার শীর্ষে পৌঁছতে পেরেছি।

নৃত্যশিল্পী সোহাগ বলেন, ‘শুক্রবার যে পদকটি অর্জন করেছি সেটা একটা সম্মানজনক পদক। আমি গর্বিত যে বরিশালের সন্তান হিসেবে শ্রেষ্ঠ পদক লাভ করেছি। এ অর্জন শুধু আমার একার নয়, গোটা বরিশালবাসীর। আমাকে যে সম্মানে ভূষিত করা হয়েছে সেই ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারেন সে জন্য সকলের দোয়া এবং সহযোগিতা চেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ।

  • ফেইসবুক শেয়ার করুন