নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 29, 2021
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নীতিমালা বাস্তবায়ণে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকার, হেলভেটাস বাংলাদেশ কারিগরি সহায়তায় ও রুপান্তর এর আয়োজনে রোববার সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোডের সেইন্ট বাংলাদেশ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নারীনেত্রী অধ্যাপিকা শাহ সাজেদার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাতীয় পার্টি বরিশাল জেলার আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুল, কোতয়ালী বিএনপি’র সহ-সভাপতি এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি রফিকুল ইসলাম গফুর, নারীনেত্রী জাহানারা বেগম স্বপ্ন। এছাড়া রুপান্তরের পক্ষ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী, ক্যাপাসিটি বিল্ডাপ অফিসার ঝুমু কর্মকার।
বক্তারা বলেন, এখনও রাজনীতিতে নারীর অংশগ্রহণ আশাতীত নয়। রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী থাকার কথা থাকলেও রাজনৈতিক দলগুলো তাদের কথা রাখেনি। ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ ভাগ নারী অন্তভুক্ত করার শর্ত পুরণে ব্যর্থ হয়েছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। তারাও পারে নেতৃত্ব দিতে।
মতবিনিময় সভার মাধ্যমে বরিশালের চারটি ইউনিয়নে রাজনৈতিক দলে নারীদের অবস্থান তুলে ধরা হয়।
এতে উল্লেখ করা হয়, বরিশাল জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ এর কমিটির সদস্য সংখ্যা ৬৯ জন, যার মধ্যে নারীর অবস্থান ৩ জন, নারী সদস্য সংখ্যা বৃদ্ধির হার ৪ দশমিক ৩৫ ভাগ। বিএনপিতে ১০১ জনের মধ্যে ২০ জন নারী, যার হার ১৯ দশমিক ৮০ ভাগ। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় আওয়ামী লীগ ১৯ দশমিক ৩৫ ভাগ, বিএনপি ৩৩ দশমিক ১১, জাতীয় পার্টি ১৩ দশমিক ৮৬ ভাগ।
গৌরনদী উপজেলায় আওয়ামী লীগ ২০ ভাগ, বিএনপি ৭ দশমিক ২৮ ভাগ, জাতীয় পার্টি ১ দশমিক ৯৬ ভাগ। বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ১ দশমিক ৪১ ভাগ, বিএনপি ২৯ দশমিক ৭০ ভাগ, জাতীয় পার্টি ৩২ দশমিক ৬৭ ভাগ। বানারীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ২ দশমিক ৯৯ ভাগ, বিএনপি ১০ দশমিক ৮৯ ভাগ, জাতীয় পার্টি ৩ দশমিক ৯৬ ভাগ।