বিএসএল নিউজ ডেস্ক: | আপডেট: November 11, 2021
নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে মোট তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনের দিন ভোরে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।
তিনজন নিহতের ঘটনা নিশ্চিত করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ। নিহতরা হলো- বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার পুত্র মো. সালাউদ্দিন (৩০), একই এলাকার জাহাঙ্গীর (২৬) এবং দুলাল মিয়া (৫০)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, এবার বাঁশগাড়ি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে আশরাফুল হক সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেনের সঙ্গে। এটা নিয়েই বেশ কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ হয়। সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে। ভোররাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তারা।
এদিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে সালাউদ্দিন মিয়া (৪০) নামে একজনের মরদেহ এসে পৌঁছেছে। সালাউদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুনুর রশিদ বলেন, নরসিংদী জেলা হাসপাতালে একটি মরদেহ আর নরসিংদী সদর হাসপাতালের মর্গে আরেকটি মরদেহ আছে।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আজ ভোরে দুই গ্রুপের সংঘর্ষে প্রথমে দুলাল মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছে বলে জেনেছি। পরে আরও দুজনসহ মোট তিনজন নিহতের ব্যাপারে নিশ্চিত হয়েছি। দুলাল মিয়ার মরদেহ মর্গে আনার প্রস্তুতি চলছে।