নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 28, 2023
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নওগাঁয় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৩।
শুক্রবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকাল নয়টায় জেলা জজ আদালতের সম্মুখে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
র্যালিটি আদালত প্রাঙ্গণ হতে জেলখানা পর্যন্ত গিয়ে পূণরায় আদালত প্রাঙ্গণে ফিরে আসে। অতঃপর দিবসের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রাজজ মোঃ মেহেদী হাসান তালুকদার, পুলিশ সুপার মোঃ রাশেদুজ্জামান, অতিরিক্ত জেলা জজ মোঃ ফেরদৌস ওয়াহিদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম জাকির হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম,আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা কুদরত ই খোদা।
অনুষ্ঠান পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাদাকাত মাহমুদ ও সহকারী জজ আফসান ইলাহি মিলা।