ই-পেপার

ধর্ষণ মামলায় বিসিসি কাউন্সিলর কালাম মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 14, 2022

ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার। বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে এক নারীকে ধর্ষণ করেন কাউন্সিলর কালাম মোল্লা। এই ঘটনায় ওই নারী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

ওসি আরও বলেন, ‘এ সর্ম্পকে বিস্তারিত আরো পরে জানানো হবে। আজাদ হোসেন মোল্লা কালাম কাউন্সিলর ছাড়াও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে আছেন।

  • ফেইসবুক শেয়ার করুন