নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 1, 2022
বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মসজিদ, মন্দির, গীর্জাসহ ধর্মীয় সকল উপসনালয়ে পানির সংযোগ ও নলকূপ স্থাপনের অনুমোদন ফি মওকুফের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র জনস্বার্থে বরিশাল নগরীর সকল ধর্মীয় উপসনালয় সমূহের পানির সংযোগ ও গভীর নলকূপ স্থাপনের অনুমোদন ফি মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে তাঁর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন।
সেই নির্দেশনা অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মসজিদ, মন্দির, গীর্জাসহ ধর্মীয় সকল উপসনালয়ে পানির সংযোগ ও গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে এখন থেকে অনুমোদন ফি জমা দিতে হবেনা।