নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 14, 2021
দ্রব্যমূল্য, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, আন্তজার্তিক বাজারে তেলের দাম যখন কম ছিল তখন সরকার ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করছে।এই মুনাফা দিয়ে সরকার ৪ মাস ভর্তুকি দিতে পারলো না। আবার বিশ্ববাজারে দাম কমলেও দেশীয় বাজারে দাম কমে না।
তিনি আরো বলেন, এক বোতল পানির দাম ১৫ টাকা অথচ একটি মুলাতে ৯০০ গ্রাম পানি থাকে তার দাম ৮ টাকা কেজি। আমাদের কৃষক সমাজ এখন ও অবহেলিত। তেলের দাম বাড়লে কৃষকের শস্য উৎপাদনের খরচ ও বেড়ে যায়।কিন্তু তারা সেই শস্য সঠিক মূল্যে বিক্রয় করতে পারে না। অনতিবিলম্বে তেল, গ্যাস,বাস ভাড়া কমিয়ে সব কিছু সহনীয় মাত্রায় আনতে হবে।
হিসাববিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী জামান কবির বলেন, সরকারকে জিম্মি করে পরিবহন মাফিয়ারা ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করেছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার নাকি তেলের দাম বৃদ্ধি করেছে। সরকার বিদেশ থেকে তেল আমদানি রাতারাতি করে না। মিনিমাম ৬ মাসের তেল আমদানি করে রাখে। আমরা মানববন্ধনে সরকারকে বলতে চাই, মানুষ খাওয়া কমাবে না, আপনারা খাওয়া কমান।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু বরিশালে এলপিজি চালিত সিনজিগুলো অনৈতিকভাবে রূপাতলী থেকে সদর পর্যন্ত ভাড়া ২০ টাকা করে দিয়েছে। অতিরিক্ত ভাড়া শিক্ষার্থীদের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা ডাউল (ডাল) ভাত খেতে জীবনযাপন করে। অতিরিক্ত ভাড়ার ফলে বাধ্য হয়ে আামদের হেঁটে আসতে হচ্ছে।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিকা সরকার, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, মাসুদ রানা। মানববন্ধনটি সঞ্চালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ।