ই-পেপার

দৌলতখানে বসতঘরে বিষধর ‘রাসেল ভাইপার’

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 18, 2021

ভোলার দৌলতখানে বসতঘর থেকে বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফিউল্যাহর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। বিরল সাপটি দেখতে শতশত লোক ভির করে ওই বাড়িতে।

স্থানীয়রা জানায়, গৃহকর্তা সফিউল্যাহ এবং তাদের পরিবার রান্নাঘরে সাপটি দেখে ভয় পেয়ে যান। পরে প্রতিবেশী রাকিব নামের এক যুবকের সহায়তায় সাপটি একটি পাত্রে বন্দি করে ফেলা হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন বিষধর সাপটি উদ্ধার করে অবমুক্তকরণের জন্য নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার বলেন, বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। বনবিভাগের দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন জানান, সাপটি উদ্ধার করে তজুমদ্দিন রেঞ্জের শশীগঞ্জ বিটের বনে অবমুক্তকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন