নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 30, 2021
দেড় যুগেরও বেশী সময় পর নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ও নবগঠিত মৌডুবী ইউনিয়নের। আইনি জটিলতায় নির্বাচন বন্ধ ছিলো দুই ইউনিয়নে। অবশেষে সকল জটিলতার অবসান ঘটিয়ে তফসিল ঘোষনা করলেন নির্বাচন কমিশন। ভোটানন্দে দু ইউনিয়নের অন্তত ২০ হাজার ভোটার।
জানা গেছে, ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাচন হয় রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নে। নির্বাচনের পর একই ইউনিয়নের মৌডুবী এলাকা নিয়ে নতুন ইউনিয়ন করার দাবি তোলেন মৌডুবীবাসী। এক পর্যায়ে তা কার্যকরী হলেও সিমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে মামলা হয়। চলে যায় ১৯ বছর। তিন টার্ম বন্ধ থাকে নির্বাচন।
অবশেষে সকল জটিলতা কাটিয়ে, তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারী ভোট গ্রহন। ভোটানন্দে দুইয়ের ইউনিয়নের অন্তত ২০ হাজার ভোটার। ৬ ইউনিয়ন নিয়ে গঠিত রাঙ্গাবালী উপজেলার ৪ ইউনিয়নের নির্বাচন ২৬ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। বাকি ছিল বড়বাইশদিয়া ও নবগঠিত মৌডুবী ইউনিয়ন। ১৯ বছর পর তফসিল ঘোষনা হওয়ায় নির্বাচনী হাওয়া বইছে দুই ইউনিয়নে।
ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন এই আশা নিয়ে প্রচারণা শুরু করেছেন ভোটাররা। তবে কে পাবে নৌকা এ নিয়েও আলোচনা সমালোচনা চলছে ভোটারদের মধ্যে। সম্ভাব্য প্রার্থীরা গন সংযোগ শুরু করেছেন পুরোদমে। কাউন্সিলারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাচ্ছেন, নৌকা পাওয়ার আশায় সর্ব মহলে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।