পটুয়াখালীর দুমকিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস হেল্পারের নির্মম মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম আঙ্গারিয়া মাদ্রাসা সংলগ্ন মোল্লাখালী বেইলি ব্রীজের উপরে খুলনা থেকে ছেড়ে আসা বাউফলগামী বিসমিল্লাহ পরিবহনের বরিশাল-জ-০৫-০০৩৬ নং গাড়িটি বেপরোয়া গতিতে চালানোর সময় ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে হেল্পার মোঃ সোহাগ (২৩) পড়ে গেলে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চালক যাত্রীসমেত ব্রীজ অতিক্রম করে সুকৌশলে থামিয়ে সটকে পড়েছে। পুলিশ গাড়িটি স্থানীয়দের সহায়তায় জব্দ করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।