নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 26, 2021
ওভার টাইমের মজুরী নিশ্চিত, নিয়োগপত্র প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছেন বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। নগরীর সদর রোডে শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন প্রমুখ।
বক্তারা বলেন, কর্মচারীরা প্রতিষ্ঠানের জন্য মালিকদের চেয়ে অধিক পরিশ্রম করলেও বেতন দেওয়া হয় যৎসামান্য।
এছাড়া ওভার টাইমের মজুরী ও বিভিন্ন উৎসবে বোনাস দেওয়া হয় না। একটানা দিনের পর দিন কাজ করলেও জরুরী প্রয়োজনে ছুটি পান না দোকান কর্মচারীরা।
তাই এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে সরকারি সহযোগিতা কামনা করেন বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।