ই-পেপার

দক্ষিন উপকূলে ২ দিনে সূর্যের দেখা মিলেনি

এ এম মিজানুর রহমান বুলেট , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | আপডেট: January 13, 2022

দক্ষিন উপক’লে ২ দিনে কিছুটা রোদের দেখা মিললেও সূর্যের দেখা মিলনি, গুঁড়ি বৃষ্টির পর শীতের ভোগান্তিতে জনজীবন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে গ্রামীন জনপদ। এনিয়ে ২ দিনে দেখা মেলেনি সূর্যের। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিন বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দক্ষিন উপক’লে বুধবার সারাদিনব্যাপী এবং রাতেও এলাকায় থেমে থেমে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার ছয়টা পর্যন্ত কলাপাড়ায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র শীতে ও গুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা।এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, মেঘ কেটে গেলে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত: বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। উপক‚লীয় এলাকায় আরও দুই একদিন বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

 

  • ফেইসবুক শেয়ার করুন