ই-পেপার

তিন মাস ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 10, 2021

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ মার্চ পর্যন্ত প্রায় টানা তিন মাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রতিদিন ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে।

মূলত রানওয়ের সংস্কার কাজের কারণে এ তিন মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে রানওয়ে।

বিমানবন্দর পরিচালক জানিয়েছেন, শীতকালে ঘনকুয়াশার কারণে বেশিরভাগ বিমানবন্দরে রাতের ফ্লাইটের সময়সূচী পরিবর্তন হয়। এরই ধারাবাহিতায় বাংলাদেশেও এ পরিবর্তন করা হয়েছে। এজন্যই এ সময়কে সংস্কার কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।

ফ্লাইট শিডিউল পাওয়ার পরই দিনের শিডিউলের সাথে রাতের ফ্লাইটগুলো সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক।

  • ফেইসবুক শেয়ার করুন