নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 26, 2021
বরিশাল শহিদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে তরুণীর লাশ উদ্ধারের পাঁচ দিনেও পরিচয় মেলেনি। তরুণীর স্বজনদের অপেক্ষায় লাশ বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
লাশের পরিচয় না পেলে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এ তথ্য জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
তিনি জানান, পাঁচ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত ওই তরুণীর কোন স্বজনের সন্ধান পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে দেশের প্রত্যেকটি থানায় নিহতের ছবি প্রেরণ করেছে পুলিশ।
হত্যা না আত্মহত্যা সেই প্রসঙ্গে লোকমান হোসেন জানান, ওপর থেকে পড়ে গেলে যে ধরনের ক্ষতের সৃষ্টি হয় তা ওই তরুণীর শরীরের দেখা গেছে। তাকে কেউ ফেলে দিয়েছে বা নিজেই লাফ দিয়ে আত্মহত্যা করেছে কিনা তা সুর্নিদিষ্টভাবে বলা যাচ্ছে না। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার আগে ওই সেতু দিয়ে যাওয়া পথচারীদের বক্তব্য নেওয়া হয়েছে।
একজন পথচারী জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে সেতু পার হওয়ার সময় ওই তরুণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেছেন। পরে বিকেল সাড়ে তিনটার সময় সেই পথচারী ফিরে যাওয়ার সময়ও তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন বলে পুলিশকে জানিয়েছে।
প্রসঙ্গত, বরিশাল নগরীর দপদপিয়া এলাকায় শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে ২১ নভেম্বর সন্ধ্যায় ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তখন তরুণীর আঙুলে স্বর্ণের আংটি ও ওড়নার আচলে বাঁধা অবস্থায় ৫শ’ টাকা পাওয়া গেছে।