ই-পেপার

তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 14, 2021

তথ্য অধিকার বাস্তবায়নে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য কমিশনের সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ড. আবদুল মালেক। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, তথ্য কমিশনের পরিচালক ড. মোঃ আঃ হাকিম, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ।

অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে দিনভর তথ্য অধিকার বাস্তবায়নে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন