ই-পেপার

তজুমদ্দিনে ১৯ বছর পর ইউপি নির্বাচন, প্রার্থীর ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 16, 2021

চতুর্থ ধাপের নির্বাচনে ভোলার তজুমদ্দিনে ২নং সোনাপুর ইউনিয়ন পরিষদে আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আ’লীগ ও বিএনপির অনেকেই প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তারা ছুটছেন ইউনিয়নের ভোটারদের কাছে। ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার-প্রচারনা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থকরা।

নিজেকে প্রার্থী ঘোষনা দিয়ে যারা প্রচার প্রচারনা চালাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি ও ভোলা জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, সোনাপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহ মোঃ শাহাবুদ্দিন, আ’লীগে সমর্থক ইঞ্জিনিয়ার এইচ এম ওবায়দুর রহমান শিবলু।

এছাড়া বিএনপি সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটওয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনছারুল হক পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মনু, উপজেলা যুবদল নেতা ও দন্তচিকিৎক ডা. ফিরোজ সিকদার।

বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সচিব হুমাছুন কবির খোন্দকার নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, যাচাই বাচাই ২৯ নভেম্বর, আপিল দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি ইউনিয়নটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সীমানা বিরোধের মামলার কারণে দীর্ঘ ১৯ বছর নির্বাচন বন্ধ ছিলো।

সোনাপুর ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ১০৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫০ ও নারী ভোটার ৮ হাজার ৫৬ জন।

  • ফেইসবুক শেয়ার করুন