ই-পেপার

ঢাকা বিভাগে ইউপি চেয়ারম্যান হলেন যারা

বিএসএল নিউজ ডেস্ক | আপডেট: January 6, 2022

সহিংসতার মধ্য দিয়ে পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়ন ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।

এই ধাপে ঢাকা বিভাগের জেলাগুলো থেকে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের তালিকা দেওয়া হলো-

ঢাকা (সাভার):
সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। দুটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। বিজয়ীরা হলেন- বনগাঁও ইউনিয়নে সাইফুল ইসলাম (নৌকা), পাথালিয়া ইউনিয়নে পারভেজ দেওয়ান (নৌকা), ইয়ারপুরে সৈয়দ আহমেদ ভূঁইয়া (নৌকা), সাভার সদরে সোহেল রানা (নৌকা), আমিনবাজারে রকিব আহমেদ (নৌকা), বিরুলিয়ায় সেলিম মন্ডল (আনারস ), আশুলিয়া ইউনিয়নে শাহাবুদ্দিন মাদবর (নৌকা), তেঁতুলঝোড়া ইউনিয়নে ফখরুল আলম সমর (নৌকা- বিনা প্রতিদ্বন্দিতায়), ভাকুর্তা ইউনিয়নে হাজী লিয়াকত হোসেন (নৌকা), শিমুলিয়া ইউনিয়নে এ বি এম আজহারুল ইসলাম সুরুজ (নৌকা), কাউন্দিয়া ইউনিয়নে সাইফুল আলম খান (স্বতন্ত্র ঘোড়া)।

মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টির মধ্যে ৩টিতে আওয়াামী লীগের প্রার্থী এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন- উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে আওয়াামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের মোহাম্মদ আলী, ইমামপুরে হাফিজুজ্জামান খাঁন জিতু, গজারিয়া সদরে শফিউল্লাহ শফি, ভবেরচর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন, টেঙ্গারচরে ঘোড়া প্রতীকের কামরুল ইসলাম ফরাজী, বালুয়াকান্দিতে মোটরসাইকেল প্রতীকের শহিদুজ্জামান জুয়েল সরকার ও হোসেন্দী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের হাজী মোহাম্মদ আক্তার হোসেন।

মানিকগঞ্জ:
মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩টিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ইউনিয়নগুলোর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ৩টিতে, বিএনপি সমর্থিত ৩টি এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

হরিরামপুর উপজেলার নির্বাচিতরা হলেন- বাল্লা ইউনিয়নে নৌকা প্রতীকে বাচ্চু মিয়া, চালা ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মজিদ, কাঞ্চনপুর ইউনিয়নে নৌকা প্রতীকে গাজী বনি ইসলাম, হারুকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকে মোশারফ হোসেন, বলড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মোসলেম উদ্দিন কুন্নু, আজিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বিল্লাল হোসেন, সুলতালড়ী ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল সালাম, লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, ধুলশুরা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে জায়েদ খান, রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী কামাল হোসেন, বয়ড়া স্বতন্ত্র ফরিদুল ইসলাম, গোপীনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র আব্দুল মতিন মোল্লা, গালা ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) শফিক বিশ্বাস।

দৌলতপুর উপজেলার নির্বাচিতরা হলেন- কলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে একেএম সিদ্দিকুর রহমান, বাচামারা নৌকা প্রতীকে আব্দুর রশিদ সরকার, ধামশ্বর ইউনিয়নে নৌকা প্রতীকে অ্যাডভোকেট সিদ্দিক আলী, জিয়নপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বেলায়েত হোসেন, চকমীরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম, চরকাটারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আইয়ুব আলী মণ্ডল, খলশী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) জিয়াউর রহমান, বাঘুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) এসএম আমজাদ হোসেন।

নরসিংদী:
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর বেলাব উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা ও ৩টি স্বতন্ত্র এবং শিবপুর উপজেলায় ৭ ইউনিয়নের মধ্যে ৪টি স্বতন্ত্র ও ৩টিতে নৌকা বিজয় হয়েছেন।

বেলাব উপজেলায় নির্বাচিতরা হলেন- বেলাব সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী সাফি, সল্লাবাদ ইউনিয়নে নৌকার প্রার্থী মো. জাকির হোসেন স্বপন, পাটুলী ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়মী লীগ প্রার্থী ইফরানুল হক ভূঁইয়া জামান, বিন্নাবাইদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুলতানা রাজিয়া, চরউজিলাব ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, নারায়নপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাউসার কাজর, বাজনাব ইউনিয়নে নৌকার প্রার্থী খন্দকার মোখলেছুর রহমান, আমলাব ইউনিয়নে নৌকার প্রার্থী মো. নুরুল হাসান ভূঁইয়া।

শিবপুর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে চারটি স্বতন্ত্র ও তিনটিতে নৌকা বিজয়ী হয়েছে। নির্বাচিতরা হলেন- পুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের খন্দকার হাসান উল সানি এলিছ, যোশর ইউনিয়নে নৌকা প্রতীকে রাশেল আহম্মদ, আইয়ুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মজিবুর রহমান সরকার, জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাদিম সরকার, বাঘাব ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহিদ সরকার, জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মাহফুজুল হক মোল্লা এবং সাধারচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ আহমেদ।

কিশোরগঞ্জ:
পঞ্চম ধাপে কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে মো. আনোয়ার হোসেন (মোটরসাইকেল), মিঠামইন সদর ইউনিয়নে মো. শরিফ কামাল, ঢাকি ইউনিয়নে লুৎফর রহমান রুবেল (মোটরসাইকেল), ঘাগড়া ইউনিয়নে মোখলেছুর রহমান (ঢোল), কেওয়ারজোড় ইউনিয়নে শহীদুল ইসলাম (দুইপাতা), কাটখাল ইউনিয়নে মো. তাজুল ইসলাম (ঘোড়া) ও বৈরাটি ইউনিয়নে মো. তাজুল ইসলাম (আনারস)।

অষ্টগ্রাম উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- দেওঘর ইউনিয়নে মো. আক্তার হোসেন (টেলিফোন), কাস্তল ইউনিয়নে সাইফুল হক (চশমা), অষ্টগ্রাম সদর ইউনিয়নে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু (মোটরসাইকেল), বাঙ্গালপাড়া ইউনিয়নে মো. মনিরুজ্জামান (ঘোড়া), কলমা ইউনিয়নে রাধাকৃষ্ণ দাস (ঘোড়া), আদমপুর ইউনিয়নে আ. মন্নাফ (আনারস), খয়েরপুর আবাদুল্লাহপুর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন খান (চশমা) ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে মো. কাছেদ মিয়া (ঘোড়া)।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির নিজ এলাকা হাওরের এ দুই উপজেলায় এবার আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক ছিল না।

ফরিদপুর:
ফরিদপুরের দুই উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচনে ৮টি ইউনিয়নে স্বতন্ত্র এবং ৫টিতে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে সদরপুর উপজেলার ৯ ইউনিয়নের ৩টিতে নৌকা এবং মধুখালী উপজেলার ৪ ইউনিয়নের দুটিতে নৌকা জয়ী হয়েছেন।

সদরপুর উপজেলার সদরপুর সদর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে কাজী জাফর, ভাষানচর ইউনিয়নে টেবিলফ্যান প্রতীক নিয়ে গোলাম কাউসার, দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে মো. নাসিরউদ্দিন সরদার, চর নাসিরপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে রোকন মোল্যা, চরবিষ্ণপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোয়াজ্জেম হোসেন, চরমানাইর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কৃষ্ণপুর ইউনিয়নে আকতারুজ্জামান তিতাস, আকোটেরচর ইউনিয়নে আসলাম ব্যাপারী ও ঢেউখালী ইউনিয়নে মো. মিজানুর রহমান বয়াতী।

অপরদিকে মধুখালী উপজেলার বাঘাট ইউনিয়নে নৌকা প্রতীকের মতিয়ার রহমান, জাহাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. শামসুল আলম বাচ্চু, কামারখালী ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে রাকিব হোসেন চৌধুরী ইরান ও রায়পুর ইউনিয়ন পরিষদে আনারস প্রতীক নিয়ে জাকির হোসেন মিয়া নির্বাচিত হয়েছেন।

রাজবাড়ী:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন এবং বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- যশাই ইউনিয়নে আবু হোসেন খাঁন (নৌকা), বাবুপাড়ায় ঈমান আলী সরদার (নৌকা), মাছপাড়া ইউনিয়নে খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (নৌকা), সরিষা ইউনিয়নে আজমল-আল বাহার (নৌকা), কসবামাজাইলে শাহরিয়ার সুফল মাহমুদ (নৌকা), কলিমহরে বিলকিস বানু (নৌকা), মৌরাট ইউনিয়নে হাবিবুর রহমান প্রামাণিক (নৌকা), পাট্টায় আব্দুর রব মুনা (নৌকা), বাহাদুরপুরে সজিব (মোটরসাইকেল) ও হাবাসপুর ইউনিয়নে আল-মামুন খান (চশমা)।

মাদারীপুর:
মাদারীপুরের শিবচরের দুটি ইউনিয়নেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অবশ্য এখানে আওয়ামী লীগের দলীয় প্রতীক ছিল না। নির্বাচিতরা হলেন- কাঁঠালবাড়ি ইউনিয়নে মোসলেম উদ্দিন সোহেল বেপারী (আনারস) ও বন্দরখোলা ইউনিয়নে আব্দুর রহমান খান (ঘোড়া)।

  • ফেইসবুক শেয়ার করুন