ই-পেপার

ঝালকাঠি সাবিহা কেমিক্যালের এমডি শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: February 28, 2023

ঝালকাঠি প্রতিনিধি \ চাঁদা দাবী ভয়ভীতি প্রদশন ও ৭৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার ভাংচুরের অভিযোগে দ্রæতবিচার আইনে দায়ের হওয়া একটি মামলায় ঝালকাঠি সাবিহা কেমিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার মামলার বাদী শামীম আহম্মেদের সৎ ছোট ভাই আরিফ আহম্মদের আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির দ্রæত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান শুনানী শেষে জামিনে থাকা শামীমের জামিন বাতিল করে গ্রেফতারী পরওয়ানার আদেশ দেন।

গত ২২ ফেব্রুয়ারি শামীম আহম্মেদ হাইকোর্টের নির্দেশে ঝালকাঠির চীফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ারের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। আদালত শুনানী শেষে আদালত আপোষের শর্তে ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় ২৮ ফেব্রয়িারি পর্যন্ত অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। ২৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার ধার্য্য তারিখে শামীম আহম্মেদ আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন। মামলার বাদী আরিফ আহম্মেদ জামিন বাতিলের আবেদন করেন। আদালত জামিন বাতিল করে শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানার আদেশ জারি করেন।

গত ৫ জানুয়ারি ৭৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার ভাংচুর ও আরিফ আহম্মেদের ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দবীর অভিযোগে ঝালকাঠি দ্রæত বিচার আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন আরিফ আহম্মেদ। আদালত আরিফের আবেদন ঝালকাঠি থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। ইতিমধ্যে ঝালকাঠি থানার এসআই চয়ন হাওলাদার দ্রুত বিচার আইনের মামলায় শামীম আহম্মেদকে দোষী সাব্যস্থ করে আদালতে চার্জশীট দিয়েছে ।

  • ফেইসবুক শেয়ার করুন