নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 15, 2022
সংসদে ‘জয় বাংলা’ সেøাগানকে জাতীয় সেøাগান হিসেবে গেজেট প্রকাশ করায় দেশব্যাপি ‘জয় বাংলা উৎসব’ এর আয়োজন করা হয়েছে। গত ১২ মে বরিশাল থেকে এই উৎসবের সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু ঘুর্ণিঝড় অশানির প্রভাবে সেই উৎসব স্থগিত করা হয়েছিল।
নতুন করে ১৬ জুন বৃহস্পতিবার বরিশালে ‘জয় বাংলা উৎসব’ অনুষ্ঠিত হবে। বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে ‘জয় বাংলা উৎসবে’ সহযোগিতা করছে বরিশাল সিটি কর্পোরেশন। উৎসবকে ঘিরে এরি মধ্যে নগরীর বঙ্গবন্ধু উদ্যোনে শেষ হয়েছে সকল প্রস্তুতি। তৈরি করা হয়েছে কনসার্টের অত্যাধুনিক মঞ্জ। বুধবার দুপুরের মধ্যেই মঞ্জে পৌঁছেছে সকল সাউন্ড সিস্টেম এবং মডেলরা।
এদিকে, ‘জয় বাংলা’ উৎসবে বঙ্গবন্ধু উদ্যান মাতাতে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই বরিশালে পৌঁছাবেন গানবাংলার তাপস ও তার ফ্রেন্ডসরা। থাকছেন স্টেজ মাতানো বাংলা ফোল্ক গানের সম্রাজ্ঞি মমতাজ। তারকা শিল্পী ‘দুষ্টু পোলাপাইনের ঐসি, বর্তমান সময়ের জনপ্রিয় বাউল শিল্পী চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ এবং লুপাসহ বিভিন্ন তারাকা শিল্পী, মডেল এবং অভিনেতারা অংশগ্রহণ করবেন।
চিত্র নায়ক ফেরদাউস এবং পূর্ণিমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিতব্য ‘জয় বাংলা’ উৎসবে প্রধান আকর্ষণ হয়ে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান- এমপি এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক- এমপি।
এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে উপভোগ করবেন ‘জয় বাংলা’ উৎসব। কোন দর্শনী মূল্য ছাড়াই দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন এই উৎসব।
আর তাই বুধবার বিকালে বঙ্গবন্ধু উদ্যোনে আয়োজনস্থল পরিদর্শন করেছেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তিনি দর্শক এবং অতিথিদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি জয় বাংলা উৎসব এবং অতিথিদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নগরজুড়ে ব্যানার, ফ্যাস্টুন সাটানো হয়েছে।
প্রসঙ্গগ, ২০১৯ সালের ১০ মার্চ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান- এমপি ‘জয় বাংলা’ সেøাগানকে জাতীয় সেøাগান হিসেবে ঘোষণার প্রস্তাবনা উপস্থাপন করেন। পরবর্তীতে তাঁর প্রস্তাবের প্রেক্ষিতে সরকার ‘জয় বাংলা’ কে জাতীয় সেøাগান হিসেবে গেজেট প্রকাশ করে।
বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘জয় বাংলা’ সেøাগান মুক্তিযুদ্ধের সেøাগান, বাংলাদেশের সেøাগান। বাংলাদেশের স্বাধীনতা হয় এই সেøাগান দিয়েই। ১৬ জুনের ‘জয় বাংলা’ উৎসবে বরিশালের সকলকে আমন্ত্রণ জানিয়ে মেয়র বলেন, ‘কম্পিত হবে বঙ্গবন্ধু উদ্যান, সৃষ্টি হবে নতুন ইতিহাস’।