নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 23, 2022
পাঁচ দফা দাবিতে নগরীতে সমাবেশ করেছে গ্রাম পুলিশ সদস্যরা। রোববার সকাল ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাদের দাবিগুলো হলো- জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণ, রেশনিং ব্যবস্থা চালু করণ এবং এককালিন অবসরভাতা ৭-৮ লাখ টাকা প্রদান, গ্রাম পুলিশ অধিদপ্তর প্রতিষ্ঠা ও কল্যাণ তহবিল গঠন করা।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলা শাখা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মো. শাহজাহান সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শাহজাহান কবির জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সভাপতি বাবু ভবেন্দ্র নাথ বিশ্বাস।
এসময় গ্রাম পুলিশের দাবির প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। এছাড়া গ্রাম পুলিশ বাহী কর্মচারী ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আব্দুস ছালাম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব মল্লিক বক্তব্য রাখেন।
এসময় বক্তারা তাদের পাঁচ দফা দাবি’র বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানান।