নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 6, 2021
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রামের সুলতান বাদশাকে (৩০) হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন(৪২)বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন লামচরি এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে।
সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রহমান মুকুল জানান, আজই তাকে আদালতে হাজির করা হবে।
এরআগে গতকাল রোববার ঢাকার আশুলিয়া মোল্লা মার্কেটে সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেনের নেতৃত্বে অভিযানে ছিলেন এস আই হুমায়ন কবির,হালিম, এএসআই সাইফুলসহ ৬/৭ জনের একটি দল অভিযানটি পরিচালনা করে।
মামলার বাদী ও নিহতের পিতা মোঃ আব্দুল মালেক মাঝি জানান, ২০১০ সালের ২ জুন তার ছেলে সুলতান বাদশাকে চার লাখ টাকার জন্য অপহরণ করে খুন করে একই ইউনিয়নের বসির ফকির, আঃ ছত্তার, আনোয়ার হোসেনসহ ৫/৬ জন।
যে ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে ২০১৩ সালের ১১ নভেম্বর ফাঁসির দণ্ডাদেশ দেয় আদালত।মামলার অপর দুই আসামির মধ্যে বসার ফকির এখনও পলাতক রয়েছেন।
ছেলে হত্যার সাথে জড়িতদের ফাঁসি দেখে যেতে চান বলে জানিয়েছেন মোঃ আব্দুল মালেক মাঝি।