ই-পেপার

চাকামইয়া ‍ইউপি চেয়ারম্যান কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক | আপডেট: January 13, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস হামলা মামলায় চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত হাওলদারসহ তিনজনের জামিনাবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলা সুত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে চাকামইয়া ইউনিয়নে সতস্ত্র প্রার্থী মো: মজিবুর রহমান ফকির ও নৌকা প্রতীকের মোঃ হুমায়ুন কবির কেরামত প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মজিবুর রহমান ফকির নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের পূর্বে গত ১১ ডিসেম্বর রাত ৯ টায় চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের শানু মিয়ার দোকানের সামনে দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোঃ মজিবুর রহমান ও তার ভাই সাবেক চেয়ারম্যান আঃ মোতালেব ফকিরের পুত্র মো: হুমায়ুন কবির রনিকে গুরুতর আহত করে।

এ ব্যাপারে মজিবর রহমান এর ছোট ভাই মোঃ মনির হোসেন ফকির বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামতকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। জি,আর মামলা নম্বর ৩৮৫/২১।

ওই মামলায় আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আসামি মো: হুমায়ুন কবির কেরামতসহ ১২জন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত (৫৬), মোঃ গিয়াস উদ্দিন মাতুববর (৪০), মোঃ আরিফ (২৩) এর জামিনাবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন