ই-পেপার

চরমোনাইতে মুফতি ফয়জুল করিমের ছেলে কুপিয়েছে চাচাকে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 18, 2021

চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমের ছেলে মোঃ মুজাহিদুল করিম কুপিয়ে জখম করেছে তারই ঘনিষ্ঠ আত্মিয় কাজী মামুন খানকে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই গ্রামে নলছিটি হুজুরের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

মুমূর্ষ অবস্থায় রক্তাক্ত জখম মামুন খানকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মামুন এবং চরমোনাই পীরের ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফসি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম সম্পকে মামাতো ফুফাতো ভাই।

আহত মামুন খানের মেয়ে সায়মা কুপিয়ে জখমের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে বাবাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি বলে দাবি জানিয়েছে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন