নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 10, 2021
বরিশালের চরমোনাইতে তিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল শুরু হয়েছে। মাদরাসার মাঠে শুক্রবার জুমার নামাজের পর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এই মাহফিল সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
উদ্বোধনী বয়ানে চরমোনাই পীর বলেন, পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যানকে অন্তরে জায়গা দিতে হবে। অন্তর থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব দূর করে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে।
মাহফিল উপলক্ষে মুসুল্লিরা চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ দুইটি মাঠে জমায়েত হয়েছেন। তাদের নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করছে। চিকিৎসা সেবা প্রদানে তৈরি করা হয়েছে অস্থায়ী হাসপাতাল