ই-পেপার

গৌরনদীতে বোমা বিস্ফোরণে আহত হারুনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 6, 2021

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল ফারিহা পার্ক সংলগ্ন এলাকার পরিত্যাক্ত একটি টিনের ঘরের মধ্যে বোমা তৈরির সময় বিস্ফোরনে গুরুতর আহত হারুন হাওলাদার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সোমবার সকালে মৃত্যু বরন করেছে।

নিহত হারুন একই ইউনিয়নের বেজগাতী গ্রামের মৃত বারেক হাওলাদারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন হারুনের বোন নাছিমা বেগম। হারুনের মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

প্রসঙ্গ, গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে ফারিহা পার্কের পশ্চিম পাশের একটি পরিত্যক্ত ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরনে হারুনসহ তিনজন আহত হয়।

এ ঘটনায় থানার এসআই ইমাম হোসেন বাদি হয়ে ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রোববার থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ মামলায় পার্কের পরিচ্ছ্নতা কর্মী আবদুর রহমান মীরকে গ্রেপ্তার দেখিয়ে ওই দিন বিকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত বোমার মার্বেল, ছোট কয়েকটি লোহা, কচটেপ ও জর্দার কৌটার মাথার অংশ বিশেষ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন